এস.এ. ছাইফ, আমতলী উপজেলা প্রতিনিধি:
ঢাকা-কুয়াকাটা মহাসড়ক, যা দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের মূল যোগাযোগ মাধ্যম, এখন পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের ফুটপাতের চিহ্নমাত্র নেই; জঙ্গল ও আগাছায় ঢাকা এই ফুটপাত ব্যবহারযোগ্য নয়। ফলে পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
স্থানীয়রা জানান, ২০০৭ সালে সড়ক নির্মাণের সময় পাশে তিন ফুট করে ফুটপাত করা হলেও সড়ক ও জনপথ বিভাগ দীর্ঘদিন এ ফুটপাতে নজর দেয়নি। বিশেষ করে আমতলী উপজেলার শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কের ফুটপাতের অবস্থা ভয়াবহ।
পথচারী নাজমুল ইসলাম বলেন, “রাস্তার পাশে হাঁটার উপায় নেই, বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে যেতে হয়, যা ঝুঁকিপূর্ণ।” শিক্ষার্থী তামান্না সুলতানা বলেন, “সাপ ও বিষাক্ত পোকামাকড়ের ভয় থাকায় ফুটপাত ব্যবহার করা যায় না।”
স্থানীয় ব্যবসায়ী ও পরিবহনচালকও দ্রুত ফুটপাত পরিষ্কার করে পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।
বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস জানান, অল্প দিনের মধ্যেই সড়কের দুপাশের বন ও ঝোপঝাড় পরিষ্কার করে ফুটপাত ব্যবহারযোগ্য করে তোলা হবে।