মো. জাহিদুল ইসলাম
ক্রাইম রিপোর্টার, বরগুনা
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া এলাকায় র্যাব-৮ এর গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক র্যাব সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে র্যাব সদস্য ছাড়াও সাধারণ যাত্রীও রয়েছেন।
শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার ফতুল্লা ও পক্ষিয়া নামক স্থানের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা র্যাব-৮ এর একটি পিকআপ ভ্যান এবং কুয়াকাটা থেকে ঢাকাগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় র্যাবের গাড়ি ও বাস দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক র্যাব সদস্য নিহত হন। র্যাবের পাঁচ সদস্যসহ প্রায় ১৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর আহত র্যাব সদস্যরা প্রায় দেড় ঘণ্টা ধরে গাড়ির ভেতর আটকে ছিলেন। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে নিহত র্যাব সদস্যের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকেই দায়ী করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।