শিক্ষক প্রশিক্ষণ ক্লাসে জন্মদিন পালনের অভিযোগ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় শিক্ষক প্রশিক্ষণের সময়ে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অসংখ্য শিক্ষকের জন্মদিন পালনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ভেন্যুতে একটি শিক্ষক প্রশিক্ষণ ক্লাসের মধ্যে এই ঘটনা ঘটে। সূত্র অনুযায়ী, ১৮ ডিসেম্বর থেকে উপজেলার দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ৫শ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন।
বৃহস্পতিবার, বাংলা বিষয়ের শিক্ষক প্রশিক্ষণ ক্লাস রুমে ঐ বিষয়ের মাস্টার ট্রেইনার ও মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাবেরের জন্মদিন পালন করা হয়। শিক্ষিকা জন্মদিনের গান ও অন্যান্য কার্যক্রমে অনেকেই হইহুল্লোর করলে, এটা অন্য ক্লাস রুমে থাকা শিক্ষকদের মধ্যে বিরক্তির কারণ হয়।
মাস্টার ট্রেইনার (বাংলা) মোঃ জাবের বলেন, "আমার জন্মদিন ছিল। লাঞ্চ বিরতিতে সহকর্মীরা জন্মদিনের উপহার দিয়েছেন। প্রশিক্ষণ চলাকালীন সময়ে তাদের বিরক্তি হওয়ার কোনো কারণ নেই।"
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন বলেন, "অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"
জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান বলেন, "প্রশিক্ষণ চলাকালীন সময়ে জন্মদিন পালন করে ওই শিক্ষক খুব খারাপ কাজ করেছেন। এ সম্পর্কে তদন্ত করা হবে এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।"