উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট চার নম্বর ওয়ার্ড থেকে বাইলাবুনিয়া বাজার পর্যন্ত কাঁচা রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। সংস্কারের অভাবে বর্ষায় বৃষ্টির পানি জমে কাদা ও গর্তের সৃষ্টি হচ্ছে, ফলে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হাঁটা চলা, সাইকেল ও মোটরসাইকেল চালানো তো বটেই, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগী পরিবহনেও ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার ইউপি সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুকনো মৌসুমে ধুলো আর বর্ষায় কাদা—দুই সময়েই দুর্ভোগ অব্যাহত থাকে।
এক বাসিন্দা জানান, চিকিৎসা কিংবা জরুরি কাজের জন্য চরমোন্তাজ বাজারে যেতে হলে বর্ষায় কষ্টকর যাত্রা পাড়ি দিতে হয়। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি পাকা করা হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে।