পটুয়াখালী: বৃহস্পতিবার, ১৩ জুন বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের একটি ডোবায় ভেসে এসেছিল বোতলনোজ প্রজাতির একটি জীবিত ডলফিন। 6 ফুট দীর্ঘ ও দেড় ফুট প্রস্থের এই ডলফিনটিকে উদ্ধার করে বঙ্গোপসাগরে অবমুক্ত করেছে স্থানীয়দের সাহায্যে 'অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী' নামक একটি স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন।
ঘটনার বিবরণ:
স্থানীয়রা জানায়, বিকেল 3টার দিকে ওই ডলফিনটিকে ডোবায় ভেসে থাকতে দেখে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে 'অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী'-র সদস্যরা। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে আহত হয়ে পথভ্রষ্ট হয়ে ডলফিনটি ডোবায় চলে আসে।
উদ্ধার ও অবমুক্তি:
'অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী'-র সদস্যরা ডলফিনটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এরপর বিকেল সাড়ে 5টার দিকে আন্ধারমানিক নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ডলফিনটিকে অবমুক্ত করা হয়।
এই ঘটনা কতটা বিরল:
স্থানীয়দের মতে, এর আগে কখনো দক্ষিণাঞ্চলের নদী কিংবা খালে ডলফিন ভেসে আসার খবর শোনা যায়নি। তাই এই ঘটনাকে বিরল বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য:
এই ঘটনাটি ডলফিনের প্রতি মানুষের আগ্রহ ও সচেতনতার বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, স্থানীয় জেলেদের কাছে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও বোঝায় এই ঘটনা।