মো সাইদ আফ্রিদি ইরাক, স্টাফ রিপোর্টার,
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজারে এক মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কমলাপুর থেকে লাঙ্গলগাঁও পর্যন্ত চলাচলের জন্য ব্যবহৃত ক্ষতিগ্রস্ত সড়কটির সংস্কারের দাবিতে এই কর্মসূচি আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণ করেন—
মাহফুজার রহমান, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, পঞ্চগড় শাখা
মোঃ আমিনূর ইসলাম, সড়ক সম্পাদক, রিকশাভ্যান মালিক সমিতি, পঞ্চগড় জেলা
মোঃ সাইদুল ইসলাম, ভুক্তভোগী এলাকাবাসী, ধাক্কামারা, পঞ্চগড় সদর
ছাড়াও স্থানীয় বাসিন্দারা, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরাও কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘ ৩.২৫ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থী, রোগী পরিবহন, কৃষিপণ্য পরিবহনসহ প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সবাই। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী এ সমস্যার সমাধান চেয়ে আসছে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
পরবর্তীতে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন উপস্থিত হয়ে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।