মোঃ রাসেল মাহমুদ, ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে ঘরে ঘরে “জনে জনে” কর্মসূচী শুরু করেছে বিএনপি।
রবিবার সকালে পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
তিনি স্থানীয় অধিবাসীদের সাথে বাড়ি বাড়ি গিয়ে দেখা করেন, তাদের খোঁজ-খবর নেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচী ও রাষ্ট্রক্ষমতায় গেলে ১৮০ দিনের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন।
দলীয় নির্দেশনা অনুযায়ী, সাইমুন আক্তার সুমন (সাবেক সদস্য-সচিব, আটোয়ারী উপজেলা ছাত্রদল) ধামোর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে এই কর্মসূচী পরিচালনা করেন। এতে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
জানাগেছে, এ কর্মসূচী বাস্তবায়নে মোট ১৯টি টিম গঠন করা হয়েছে, যা আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে।
ব্যারিস্টার নওশাদ জমিরের নির্দেশনায় নেতাকর্মীরা বলছেন, “ঘরে ঘরে জনে জনে” কর্মসূচীর মাধ্যমে বিএনপির ৩১ দফা ও ১৮০ দিনের কর্মসূচী জনগণের কাছে পৌঁছে দিচ্ছি—মানুষের সাড়া মিলছে, তাদের সমস্যাও জানতে পারছি।”