স্টাফ রিপোর্টার, মো সাইদ আফ্রিদি ইরাক
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”-এর বর্ষপূর্তি উপলক্ষে এক বিজয় র্যালির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ আবু দাউদ প্রধানের সভাপতিত্বে র্যালিটি ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।
উক্ত র্যালিতে উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ৪০০-৫০০টি মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।
মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু, আহ্বায়ক, জেলা বিএনপি, পঞ্চগড়
মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক, পঞ্চগড় জেলা বিএনপি
মোঃ মাহফুজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি
মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি
উল্লেখ্য, পঞ্চগড় জেলার অন্যান্য উপজেলাগুলোতেও একই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়।