মো:সাইদ আফ্রিদি ইরাক, স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
পঞ্চগড়ে মাদক সেবনকারী রিদয় (২৪) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবক রিদয় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া গ্রামের মৃত সামসুল আলমের ছেলে।
আজ সোমবার (১৮ আগস্ট) বিকেলে পঞ্চগড় সদরের রাজনগর নতুনবস্তী এলাকায়
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ডাদেশ প্রদান করেন, সহকারী কমিশনার
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তাহমিদুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদরের রাজনগর নতুনবস্তী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদক সেবনকারী রিদয়কে হাতে নাতে আটক করে। এসময় রিদয় মাদক দ্রব্য সেবনের কথা স্বীকার করায় তাৎক্ষণিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।