মোঃ সাঈদ আফ্রিদি ইরাক, স্টাফ রিপোর্ট, আমার সকাল ২৪
পঞ্চগড়ে জাবেদ ওমর জয় হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয় নিম্নরূপঃ
ক। মোঃ আল আমিন (১৮),
খ। মোঃ আলিম হোসেন ওরফে আকাশ (২৪),
সর্বপিতা- মোঃ খলিলুর রহমান, সাং- নতুন বস্তি( দক্ষিণ রাজনগর), পঞ্চগড় পৌরসভা পঞ্চগড়।
উল্লেখ্য গত, ০৬/০৮/ ২০২৫ তারিখ পঞ্চগড় পৌরসভার সিনেমা হল রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে খুন হন জাবেদ ওমর জয়।
গোপন তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ তাদেরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
সেই সাথে হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদে'র দ্রুত গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পঞ্চগড় জেলা পুলিশ।