সাঈদ আফ্রিদি ইরাক, স্টাফ রিপোর্টার,আমার সকাল ২৪
অদ্য ৩১-০৮-২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২ ঘটিকায় আটক করা হয়।
পঞ্চগড় সদর থানা ৪ নং ওয়ার্ড জ্বালাসি ঈদগাহ সংলগ্ন আলমগীর হোসেন এর বাড়ী দীর্ঘদিন ধরে নেশা জাতীয় ট্যাবলেট ”ট্যাপেন্ডাজোল” বিক্রি করে আসছিল এরই পরিপ্রেক্ষিতে পঞ্চগড় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন (প্রীমন) এর নেতৃত্বে উক্ত এলাকায় পঞ্চগড়ের দুইটি চৌকশ সেনা টহল দল অভিযান পরিচালনা করে , মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করে, পিতা মৃত ওসমান গনি।
আটককৃত আসামি,
আলমগীর হোসেননিকট হইতে
মাদকদ্রব্য ট্যাপেন্ডাজল ট্যাবলেট। পরিমাণ ১০০ টি ।
আনুমানিক যার বাজার মূল্য: ১০,০০০ টাকা।
মোবাইল ফোন ১ টি জব্দ করে যৌথ বাহিনী।
পঞ্চগড়ে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানা যায়।