নৌকায় ভোট চাইলেন ঈগল, ভিডিও ভাইরাল
পটুয়াখালী,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী লে. জেনারেল আবুল হোসেন ঈগল নিজের সমর্থকদের নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। গলাচিপা ফেরিঘাট সংলগ্ন বালু মাঠে ঈগল মার্কার সমর্থনে পথসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে বলতে শোনা গিয়ে তিনি বলেছেন, “আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, দীর্ঘ সময় বসে ছিলেন, জানি লাগছে ক্ষুধাও। সবাই সুন্দরভাবে বাসায় ফিরবেন কোনো ঝামেলা করবেন না। আপনারা নিরাপদে পরিবারের কাছে ফিরবেন আল্লাহর কাছে দোয়া কামনা করি এবং আপনাদের দোয়া কামনা করে আবারও ৭ তারিখের নির্বাচনে নৌকায় ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।” ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
তার বক্তব্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে লে. জেনারেল আবুল স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এভাবে তার সাথে আওয়ামী লীগের যারা আছেন, তারাও সবশেষ নৌকায় ভোট দেবেন। প্রার্থী এসএম শাহজাদা জানান, “স্বতন্ত্র প্রার্থী নিজেই নৌকায় ভোট চাইলেন। আদর্শের সঙ্গে তিনি বেইমানি করে নৌকার বিরুদ্ধে নির্বাচন করলেও মন থেকে নৌকাকে মুছতে পারেনি, তাই বলে ফেলেছেন নৌকায় ভোট দেয়ার কথা।”
আবুল হোসেন জানান, বক্তব্যের শেষ অংশে তিনি ভুলে ঈগলের জায়গায় নৌকা বলে ফেলছেন, পরবর্তীতে সংশোধন করে আবার ঈগল মার্কায় ভোট চেয়ে মঞ্চ থেকে নামেন।