মাহির ট্রাক নৌকায় ভোট প্রচারে!
**মাহির নির্বাচন প্রচার:** বাংলাদেশের ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে যাচ্ছেন।
**মাহির পোস্ট ও ভোট প্রচার:** মাহি ফেসবুকে পোস্ট করেছেন যে,
তার নৌকায় ট্রাকে চড়ে নদী পার হচ্ছেন। সাথে রয়েছে তার স্বামী রাকিব সরকার। ছবিতে তারা ভোটের প্রতীক ‘ট্রাক’ নিয়ে নৌকায় ভ্রমণ করছেন। মাহি রাজশাহীর গোদাগাড়ী-তানোর উপজেলার ভোটারদের কাছে প্রচার করছেন তার নৌকা ভোট প্রচারের আহ্বান।
**প্রতিশ্রুতি ও প্রতিশ্রুতি:** মাহি সমূহ প্রতিশ্রুতি দিচ্ছেন এই নির্বাচনে। তার নৌকায় দ্বারে দ্বারে ঘুরে বেরোবার সমূহ প্রতিশ্রুতি দিচ্ছেন।
মাহি বলেছেন, “যখন জয়ী হব, তখন সবসময় মানুষের পাশে থাকব।” এই মন্তব্য দেখে অনেকেই মনে করছেন যে, তারা মাহির পক্ষে ভোট দেবেন।