মোঃ আরিফ হোসেন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় বিভাগ বাস্তবায়ন কমিটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এছাড়া সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় পৌনে তিনশ বছর আগের ঐতিহ্যবাহী জনপদ নোয়াখালী আজও অবহেলিত। ভাষা শহীদ থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন—এ মাটির সন্তান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়িও বৃহত্তর নোয়াখালী অঞ্চলে অবস্থিত।
বক্তারা আরও বলেন, “খালেদা জিয়া তার আমলে বরিশালকে বিভাগ করেছিলেন, তাই তার সম্মান ও ঐতিহাসিক ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে নোয়াখালীকেও বিভাগ ঘোষণা করা অত্যন্ত যৌক্তিক দাবি।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদের ৬৮ নম্বর ধারায় কুমিল্লাকে বিভাগ করার প্রস্তাব বাতিল না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী সোনাপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার।
বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আযাদ, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, গণঅধিকার পরিষদের নেতা আবদুজ্জাহেরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।