স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ
নোয়াখালী জেলা, আমার সকাল ২৪
নোয়াখালী ইউনিয়নের আইন্না লাছা এলাকার একটু উত্তরে মাইক্রোবাসের চাকা ফাঁসার (পাংচার) হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা চালকসহ মোট ৩ জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ সকালে (২২ অক্টোবর)। স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি দ্রুতগতিতে এগিয়ে আসার সময় হঠাৎ চাকা ফেটে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।
আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যানবাহন দুটি জব্দ করেছে এবং দুর্ঘটনা তদন্ত চলছে।