
নোয়াখালী জেলা স্টাফ রিপোর্টার।
মোঃ আরিফ হোসেন।
নোয়াখালীর,সদর মাইজদী ২ নং দাদপুর ইউনিয়ন খলিফার হাট বাজার গত ২০/১১/২০২৫ ইং রাত ১০ টার সময় খোনার মসজিদের সামনে
হকার্স মার্কেটে দোকানের ম্যানেজার ও ক্ষুদ্র ব্যবসায়ী রকি হোসেন (৩০) পিতা অলি উল্লাহ মাতা মনোয়ারা বেগম গ্রাম একলাশপুর, থানা বেগমগঞ্জ,জেলা নোয়াখালী। এ সময় রকি ওপর পিছন থেকে হেলমেট দিয়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলো এলোপাতাড়ি কুপিয়ে সন্ত্রাসীরা হামলা করে রাস্তার এক পাশে ফেলে যায় রকির মোটরসাইকেল সন্ত্রাসীরা নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অপহরণের ও হত্যার চেষ্টা করে।
পরে রকি চিৎকার করিলে স্থানীয়দের আসার টের পেয়ে সন্ত্রাসীরা এ সময়ের রকির কাছে নগদ দোকানের কালেকশনের ১ লাখ ২০ হাজার টাকা ছিল পরে টাকা গুলো সন্ত্রাসীরা নিয়ে পালিয়ে যায় তাৎক্ষণিক স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দ্রুত চিকিৎসা দেওয়া হয়
অভিযোগ সুত্রে জানা যায় নোয়াখালীর হকার্স মার্কেটের এক্সপোর্ট গ্যালারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ করিম রাসেল (৪০) পিতা মৃত নুর মোহাম্মদ মাতা সেতরা বপগম গ্রাম মধুসূদন পুর ১ নং ওয়ার্ড থানা সদর জেলা নোয়াখালী। তিনি হকার্স মার্কেটের কার্যনির্বাহী সদস্য। এ সময় প্রতিষ্ঠানের মালিক জানান রাকিব আমার দোকানের একজন ম্যানেজার এবং মার্কেটের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
ঘটনার রাতে তিনি দোকানের কালেকশনের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একটি সন্ত্রাসী চক্র দেশীয় অস্ত্র নিয়ে তার মোটরসাইকেলের পথরোধ করে।পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণের চেষ্টা করা হয়। রকি দস্তাদস্তি করলে রকিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।
হামলার এক পর্যায়ে তারা রকির জ্যাকেটের পকেট হাতিয়ে, দোকানের টাকা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেল নেওয়ার চেষ্টাও করে। রকির চিৎকারে পালিয়ে যায় যাওয়ার সময় প্রকাশ্যে হুমকি দেয় যেকোনো সময় অপহরণ করে হত্যা করা হবে।
বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।এই বিষয়ে রকির দোকানের মালিক হকার্স মার্কেটের কার্যনির্বাহী সদস্য এক্সপোর্ট গ্যালারি মোহাম্মদ করিম রাসেল জানান এ বিষয়ে থানা একটি মামলার করা হয়েছে।
ঘটনার বিষয়ে সুধারাম থানার দায়িত্ব কর্তব্যরত পুলিশ কর্মকর্তা সাথে যোগাযোগ করলে সুধারাম মডেল থানার পুলিশ জানান তদন্ত শেষে দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।