![]()
নোয়াখালী জেলা স্টাফ রিপোর্টার
মোঃ আরিফ হোসেন
নোয়াখালীর সোনাইমুড়িতে ১০ নভেম্বর রাত ৭টা ৪০ মিনিটের সময় এক সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মোটরসাইকেল চালক শোয়েব (২৩) এবং পিছনে আরোহী ফাহিম (২৫) সোনাইমুড়ী থেকে মাইজদী যাওয়ার সময় সোনাইমুড়ী থানাধীন বজরা ইউনিয়নের বগাদিয়া সাকিনস্থ মহাসড়কে বিপরীত দিক থেকে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন এক অজ্ঞাতনামা নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
শোয়েব ঘটনাস্থলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। ফাহিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।