নোয়াখালীতে বিএনপি নেতা কুরবানির মাংস বাগিয়ে ভূরিভোজ
মোঃ আরিফ, স্টাফ রিপোর্টার (নোয়াখালী)
নোয়াখালীরফ হোসেন কোম্পানীগঞ্জ উপজেলায় দুস্থদের জন্য সৌদি আরব থেকে আসা কুরবানির দুম্বার মাংস আত্মসাৎ করে কর্মীদের নিয়ে ভূরিভোজের আয়োজনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদারের বিরুদ্ধে।
বুধবার (২৯ অক্টোবর) রাতে মুছাপুর ১নং ওয়ার্ডের মধ্য মুছাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সামনে হারুনের চা দোকানে এ ভোজের আয়োজন করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা দেখা দেয়।
জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিতরণের সময় দুস্থদের জন্য বরাদ্দ ২২টি কার্টনের একটি কার্টন নিজের স্বাক্ষর দিয়ে নেন বিএনপি নেতা নুরুল আলম সিকদার। ওই কার্টনে ছিল ৩০ কেজি দুম্বার মাংস।
পরে তিনি কর্মীসহ স্থানীয় নেতাদের নিয়ে হারুনের দোকানে ভূরিভোজের আয়োজন করেন। উপস্থিত ছিলেন—নুরুল আলম সিকদার, সমাজকল্যাণ পরিষদের সভাপতি আমির হোসেন, যুবদল নেতা আবদুল হালিম সোহেল, শ্রমিক দল নেতা জসীম উদ্দিনসহ আরও অনেকে।
এ বিষয়ে সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করেন, তারা কোনো মাংস পাননি। তবে সহ-সভাপতি হারুনুর রশিদ জানিয়েছেন, বিএনপি নেতা নুরুল আলম নিজেই মাংস দিয়ে রান্নার নির্দেশ দেন।
ঘটনা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দুস্থদের জন্য বরাদ্দকৃত মাংস কোনো রাজনৈতিক নেতা আত্মসাৎ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
— মোঃ আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার (নোয়াখালী)
