
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | নোয়াখালী জেলা
নোয়াখালীর সোনাপুরে একটি বেপরোয়া গতির বাঁধন পরিবহনের বাস (নং-৯১৬৮) পথচারীর উপর উঠে ৩ জনের মৃত্যু হলো। শুক্রবার দুপুরে চট্টগ্রামগামী বাসটি উত্তর সোনাপুর জিলা বোর্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছেন।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত চলে গেলে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রশাসন বাস শনাক্ত ও চালক গ্রেপ্তারের অভিযান শুরু করেছে।