
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
মোঃ আরিফ হোসেন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. শাহজাহান নামে এক ব্যক্তিকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার দাবিতে আহতের মা সাজেদা বেগম (৬৫) সংবাদ সম্মেলন করেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন দৈনিক নয়া পৃথিবী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাজেদা বেগম জানান, প্রতিপক্ষ একরাম উল্যার সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। চলাচলের পথে থাকা মেহগনি গাছটি রিকশা চলাচলে বাধা সৃষ্টি করায় শুক্রবার সকালে তার ছেলে শাহজাহান গাছটি কেটে দেন।
তিনি বলেন, “সারাদিন সমস্যা হয়নি। কিন্তু বিকেলে আমার ছেলে নামাজ পড়তে যাওয়ার পথে একরাম উল্লার দুই ছেলে মামুন ও পলাশ পিছন থেকে পথরোধ করে তার চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাকে হত্যার চেষ্টা চালানো হয়।”
স্থানীয় লোকজন আহত শাহজাহানকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় আহতের ভাই শাহাদাত হোসেন ১৬ নভেম্বর বেগমগঞ্জ থানায় মামলা (নং–২০, তাং ১৬/১১/২৫) দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন সাজেদা বেগম।
তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আহত শাহজাহানের বোন শাহিনুর, শাহনাজ, সাহিদা, নার্গিস আক্তার, মরিয়ম ইসলাম এবং মামলার বাদী শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।