
মোঃ আরিফ হোসেন
স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমার শেষ দিনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের হেভিওয়েট প্রার্থীরা পৃথক পৃথক আসন থেকে মনোনয়নপত্র জমা দেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
নোয়াখালী-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নোয়াখালী-৩ আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং নোয়াখালী-৪ আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও অন্যান্য আসন থেকে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।