সাজেদুল ইসলাম রাসেল
নিজস্ব প্রতিনিধি, বগুড়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম অসুস্থ দলীয় নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পরিদর্শনে যান।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
চিকিৎসাধীন নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—
বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রায়হান নবী বাদশা
জেলা বিএনপির উপদেষ্টা ডা. মো. আজফারুল হাবিব রোজ
সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তোহা
শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আতিকুজ্জামান সজীবের মাতা
যুবদলের সাবেক কর্মী মিল্লাতের মাতা
পরিদর্শনকালে ভিপি সাইফুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শারীফ মিঠু, শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পলাশ, আনোয়ার সাদাত সোহাগ, সোহেল রানা সুমন, আতিকুল হোসেন বিপুল, নুর মোহাম্মদ রাঙ্গা, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম পুটু, শাকিল, মামুন, ছাত্রনেতা শোয়েব ইসলাম অভি, অরিফিন প্রমুখ।
এ সময় দলীয় নেতারা বলেন, “দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো বিএনপির ঐতিহ্য ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। এ ধরনের সহযোগিতা দলকে আরও ঐক্যবদ্ধ করে।”