নেছারাবাদ সংবাদদাতা:
মোঃ মুনির হোসেন
নেছারাবাদ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম শামীম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন কুমার। এতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক নেতা, পেশাজীবী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নেছারাবাদ শাখার সভাপতি মোঃ সাইদুর রহমান-এর নেতৃত্বে ও সভাপতিত্বে একটি র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অন্যদিকে, আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ-এর নেতৃত্বে নেছারাবাদ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও পৌর বিএনপির পক্ষ থেকেও একটি র্যালি বের হয়, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গেট এলাকায় সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।
এছাড়া ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ আরও কয়েকটি শ্রমিক সংগঠন সকালেই পৃথকভাবে র্যালির আয়োজন করে।