
স্টাফ রিপোর্টার মোঃ মাসুম বিল্লাহ
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ১ নং বলদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন। তিনি নিজ ওয়ার্ডে প্রতিশ্রুত আয়রন ব্রিজ নির্মাণকাজের তদারকিতে নিযুক্ত ছিলেন।
মরহুম কেবল একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি একজন মানবিক ও সংস্কৃতিমনা মানুষ ছিলেন। শিক্ষকতা পেশার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে এলাকার অবহেলিত মানুষের চিকিৎসা সেবা প্রদান করতেন। তার নিঃস্বার্থ সেবা ও জনকল্যাণমূলক কাজ জনমানসে গভীর প্রভাব রেখেছিল।
অক্লান্ত পরিশ্রমী ও মার্জিত আচরণের অধিকারী এই মানুষটির প্রস্থান ৪ নং ওয়ার্ডের জন্য একজন নির্ভরযোগ্য অভিভাবক হারানোর সমতুল্য। মরহুমের জ্যেষ্ঠ দুই ভ্রাতা, ভগিনীগণ, কন্যাসন্তান ও সহধর্মিণীর শোক-অবস্থা অত্যন্ত দুঃখজনক।
মরহুমের জানাজা আজ মাগরিব নামাজের পর দক্ষিণ বয়া মাদানী জামে মসজিদ ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে। সর্বস্তরের জনগণকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।