স্টাফ রিপোর্টার মোঃ মাসুম বিল্লাহ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠী গ্রামে এসএসসি পরীক্ষায় ফেল করায় হতাশ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া নামের এক কিশোরী। শুক্রবার (১১ জুলাই) দুপুরে পরিবারের অজান্তে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আরামকাঠী গ্রামের কোভির হোসেন ও নাসিমা বেগমের একমাত্র সন্তান। সে এ বছর আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর একটি বিষয়ে ফেল করলে সে মানসিকভাবে ভেঙে পড়ে।
জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় সুমাইয়ার বাবা কোভির হোসেন মসজিদে নামাজ পড়তে যান এবং মা নাসিমা বেগম বাড়ির পাশের পারিবারিক দোকানে কাজ করছিলেন। কিছুক্ষণ পর দোকান থেকে ফিরে মা ঘরে ঢুকে দেখেন মেয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং দ্রুত সুমাইয়াকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র মেয়েকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয়রা জানান, পরীক্ষার ফলাফলে ব্যর্থতাই ছিল তার এমন চরম সিদ্ধান্তের কারণ।