চলমান ২০২৩ সালের নুরানী বোর্ড পরিক্ষার প্রশ্নপত্র টেকনাফে ফাঁস হয়ে গেছে। বিষয়টি গুরুত্ব অনুধাবন করে টেকনাফ উপজেলার সকল প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। বর্তমানে বিকল্প প্রশ্নপত্রে পরিক্ষা চালু রাখা হয়েছে। বিষয়টি সোমবার ২৭ নভেম্বর রাতে নিশ্চিত করেছেন নূরানী তালীমুল কুরআন বোর্ড টেকনাফ উপজেলা শাখা প্রধান ও টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা মুফতী মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক (০১৮১৭০০৯৩৮৩/০১৮৬৮৫১৫১৫১)। তিনি জানান, রবিবার ২৬ নভেম্বর সারা দেশ ব্যাপী নূরানী তালীমুল কুরআন বোর্ড পরিক্ষা শুরু হয়েছে।
প্রথম দিন সুন্দরভাবে সারা দেশের ন্যায় টেকনাফ উপজেলায়ও পরিক্ষা সম্পন্ন হয়। প্রথম দিন বিষয় ছিল আরবী। প্রথম দিনের পরিক্ষা হয়ে যাওয়ার পর রাতে প্রমানসহ নির্ভরযোগ্য সুত্রে খবর পাওয়া যায় একজন বিপথগামী একজন শিক্ষক অসৎ উদ্দেশ্যে ২৭ নভেম্বর সোমবার থেকে পরবর্তী দিনসমুহের নূরানী সনদ পরীক্ষার বোর্ড থেকে সরবরাহকৃত সকল প্রশ্ন ফাঁস করে দিয়েছে। বিষয়টি জানার সাথে সাথে বোর্ডের সাথে আলাপ করে অনিবার্য কারণে সকল প্রশ্ন বাতিল করা হয়।
সর্বোচ্চ সতর্কতার জন্য অবশিষ্ট সাত পরীক্ষার জন্য তৈরীকৃত বিকল্প প্রশ্ন পরীক্ষা শুরুর পূর্বে প্রতিদিন সকালেই প্রদান করা হবে। সংশ্লিষ্ট সকল কেন্দ্রের হল সুপারগণকে প্রতিদিন ফজর নামাযের পরে আল জামিয়া আল ইসলামিয়া টেকনাফে অবস্থানরত কেন্দ্রীয় প্রতিনিধি গণের সাথে সরাসরি সাক্ষাৎ করে প্রতি একদিনের প্রশ্ন সংগ্রহ করতে বলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে চিহ্নিত করা হয়েছে। বোর্ডের পরামর্শক্রমে তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। টেকনাফ উপজেলার পরিক্ষা সমন্বয়কারী মো. কামাল উদ্দিন (০১৮১১১৭৯২৯৩) জানান, এবারে নূরানী তালীমুল কুরআন বোর্ডের অধীনে টেকনাফ উপজেলার ১২৭টি নুরানী মাদ্রাসার ৩ হাজার ২৮০ জন পরিক্ষার্থী ৪২টি কেন্দ্রে পরিক্ষায় অংশগ্রহণ করছে।