
সাজেদুল ইসলাম রাসেল
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে নীল রঙের একটি প্লাস্টিকের ঝুড়ির তলায় অতিরিক্ত প্লাস্টিকের প্রলেপ দিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি।
গত ২০ নভেম্বর ২০২৫ (শুক্রবার) দুপুর ২টা ৫০ মিনিটে, জেলা গোয়েন্দা শাখার এসআই শামীম আহমেদের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার সেউজগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ আব্দুল ওয়াহাব (৪০)—পিতা মৃত আব্দুল বাছেদ, বর্তমান ঠিকানা ভজামুরহাট, শিবগঞ্জ; স্থায়ী ঠিকানা যোগীর ভবন, কাহালু, বগুড়া—কে আটক করা হয়।
পরে তার হাতে থাকা নীল রঙের প্লাস্টিকের ঝুড়িটি তল্লাশি করে তলার অতিরিক্ত প্লাস্টিক স্তরের নিচে বিশেষভাবে লুকানো ২,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আদালতে পূর্বের দুটি মাদক মামলা চলমান রয়েছে।
ঘটনার পর তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।