![]()
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
পর্যটনের অন্যতম আকর্ষণ বান্দরবানের নীলাচল এখন সড়কের বেহাল দশায় ভোগান্তির নতুন নাম হয়ে উঠেছে। প্রতিদিন জেলার অতুলনীয় সৌন্দর্য উপভোগে শত শত পর্যটক নীলাচলে এলেও ভাঙাচোরা সড়কে তাদের যাত্রা পরিণত হচ্ছে ঝুঁকি ও দুর্ভোগের অভিজ্ঞতায়।
বান্দরবান জেলা পরিষদের অধীনে থাকা নীলাচল এলাকায় যাতায়াতের এই সড়কের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, খোয়া উঠে গেছে, কোথাও জমে আছে পানি। এতে মোটরসাইকেল, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন চলাচল ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরাও প্রতিদিন এই সড়কে চরম ভোগান্তি পোহাচ্ছেন। তাদের অভিযোগ, পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সড়কটি সংস্কারে এলজিইডির অবহেলা দীর্ঘদিন ধরে চলে আসছে।
পর্যটকদের অভিযোগ—
“নীলাচলের সৌন্দর্য দেখতে এসে এমন রাস্তার অবস্থা দেখে হতাশ হতে হয়। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয়রা জানান, নীলাচল সড়ক দ্রুত, টেকসই ও মানসম্পন্নভাবে সংস্কার করা হলে শুধু যাতায়াত সহজ হবে না; জেলার পর্যটন খাতও আরও সমৃদ্ধ হবে। এ বিষয়ে এলজিইডির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।