
মোঃ রাব্বি রহমান
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন “শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশের ন্যায় একযোগে নীলফামারী জেলায় লিখিত ভর্তি পরীক্ষা এবং শনিবার (২০ ডিসেম্বর) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ম ব্যাচে ভর্তির জন্য জেলার ৬টি উপজেলা থেকে মোট ৮৫৫ জন শিক্ষিত যুব আবেদন করেছেন।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের আয়োজনে নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মোঃ মানিক হার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসান আলী, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী, সহকারী কো-অর্ডিনেটর ইসরাত তামান্না, প্রশিক্ষক মোঃ সাব্বির আহমেদ, আব্দুল হালিম, রেজাউল করিম হীরা ও সৈকত জামিল।
পরীক্ষার্থী রাকিবা সুলতানা ও মানিক ইসলাম জানান, ফ্রিল্যান্সিং পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও সফট স্কিল বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবেন।
প্রকল্প অফিস সূত্রে জানা যায়, ইতোমধ্যে চারটি ব্যাচে মোট ৩০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে ৫০ শতাংশেরও বেশি প্রশিক্ষণার্থী সরাসরি আয় ও উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হয়েছেন। ৫ম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে এবং ৮৫৫টি আবেদন জমা হয়।
প্রশিক্ষণকালীন সময়ে প্রত্যেক প্রশিক্ষণার্থী দৈনিক ২০০ টাকা ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ পাবেন।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী জানান, সরকারের প্রত্যক্ষ তদারকিতে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য ইতোমধ্যেই দৃশ্যমান সাফল্য অর্জন করেছে। প্রকল্পটি দেশে দক্ষ ফ্রিল্যান্সার তৈরির ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।