
মোঃ রাব্বি রহমান
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে নকল ঔষধ ও খাদ্য প্রস্তুতকারী একটি অবৈধ কারখানার সন্ধান পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের নকল ক্যালসিয়াম ও ওমিপ্রাজল গ্রুপভুক্ত ঔষধসহ বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস (ভস্মীভূত) করা হয়। এ সময় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার বাজে ডুমুরিয়া সরকারপাড়া এলাকায় একটি বসতবাড়িতে দীর্ঘদিন ধরে নকল ঔষধ ও খাদ্য প্রস্তুত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত কারখানার মালিক গোলাম রব্বানী, তিনি একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। তিনি বলেন,
“কারখানায় নকল ঔষধ তৈরির সব ধরনের সরঞ্জাম পাওয়া গেছে। মালিক নিজেই এসব ঔষধ প্রস্তুত করে প্যাকেটজাত করতেন এবং বাজারে সরবরাহ করতেন।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত নকল পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
অভিযানে জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মিতা রায় উপস্থিত ছিলেন এবং তিনি ঘটনাটি নিশ্চিত করেছেন।