নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ জন অনলাইন জুয়ারি গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি: মোঃ মনিরুজ্জামান
নীলফামারী সদর থানাধীন যাদুরহাট বাজারে মুকুল টেলিকম এন্ড স্টুডিওতে জেলা গোয়েন্দা শাখার অভিযান চালিয়ে চারজন অনলাইন জুয়ারিকে গ্রেপ্তার করেছে। অভিযানটি পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা শাখার চৌকস দল, পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর নির্দেশক্রমে।
ধৃত আসামিদের নাম ও ঠিকানা:
-
মোঃ মুকুল হোসেন (৩০), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, নতিব চাপড়া
-
মোঃ যশোর আলী (৩৬), পিতা-মোঃ নুরুল ইসলাম, পূর্ব নতিব চাপড়া
-
মোঃ মোস্তাফিজার রহমান (২০), পিতা-মোঃ রোস্তম আলী, নতিব চাপড়া
-
মোঃ মহুবুল ইসলাম (৩২), পিতা-মৃত আলী হোসেন, পূর্ব নতিব চাপড়া
অভিযানে ধৃতদের কাছ থেকে ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেন এবং পর্যালোচনায় তাদের মোবাইলে অনলাইন জুয়া অ্যাপস পাওয়া যায়।
গ্রেপ্তারের পর গৃহীত ব্যবস্থা:
নীলফামারী থানায় মামলা নং-৩৩, তারিখ ২৭/১০/২০২৫, জিআর নং-৩২৮, ধারা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২৪(২)/২৭(২) রুজু করা হয়েছে।
এই অভিযান জেলা গোয়েন্দা শাখার চৌকস গোয়েন্দা কার্যক্রম এবং অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশের সক্রিয় ভূমিকার উদাহরণ হয়ে থাকছে।
নীলফামারীতে ৪ জন অনলাইন জুয়ারি গ্রেপ্তার
নীলফামারীর যাদুরহাট বাজারে জেলা গোয়েন্দা শাখার অভিযানে চারজন অনলাইন জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছেন। নীলফামারী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মামলা দায়ের হয়েছে
