কাউছার আহমেদ
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলমের নেতৃত্বে যমুনা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ সহযোগিতা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, অভিযানে ইলিশ শিকারে ব্যবহৃত প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ ও মৎস্য সম্পদ সুরক্ষার্থে এমন অভিযান অব্যাহত রহবে।