শেখ তাইজুল ইসলাম মংলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ নিম্নচাপটি মোংলা বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
এর প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলে গভীর রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের সঙ্গে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়াও এদিকে বৃহস্পতিবার ভোর থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি। আকাশ অন্ধকার মেঘাচ্ছন্ন রয়েছে।
এদিকে মোংলা বন্দরে সাতটি বিদেশি বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে। এরমধ্যে রয়েছে সার গ্যাস কয়লা ও ক্লিংকারবাহী জাহাজ। বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজগুলোর পণ্য বোঝাই-খালাস ও পরিবহন বিঘ্নিত হচ্ছে। তবে বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশংকায় বন্ধ থাকছে সার খালাসের কাজ জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।