নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে আমজনতা দলের তারেক রহমান
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান দলকে নিবন্ধন দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি কয়েকটি নতুন দলকে নিবন্ধন দিলেও “আমজনতা দল” সেই তালিকায় না থাকায় মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তিনি অনশন শুরু করেন।
তিনি ঘোষণা দিয়েছেন, আমজনতার দল জনসমর্থনে প্রথম ১০টি দলের মধ্যে না থাকলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
তার অনশন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, “তারেক রহমানের আন্দোলন যৌক্তিক, ইসির উচিত তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা।”
আমজনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামান এবং প্রতিষ্ঠাতা রেজা কিবরিয়া।
এদিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাতের পর রাশেদ খান জানান, ইসি মিটিংয়ে আমজনতা দলের নিবন্ধন ইস্যুটি আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে।
