
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে এবারই প্রথম উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজ অর্থায়নে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সরকারি বরাদ্দের পাশাপাশি অতীতে প্রতিবছর স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, ইট ভাটা ও বিভিন্ন সরকারি-অবেসরকারি দপ্তর থেকে চাঁদাবাজীর মাধ্যমে খরচ উঠানো হতো। তবে এবারের আয়োজন সম্পূর্ণ চাঁদাবাজী মুক্ত হওয়ায় এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবছর পৌর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা কর্মসূচি আয়োজন করা হয়। এর আগে এসব আয়োজনকে কেন্দ্র করে মোটা অংকের চাঁদা সংগ্রহ করা হতো, যার বড় অংশই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পকেটে চলে যেত।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেনের নির্দেশে এবার সরকারি বাজেট অনুযায়ীই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউএনও সাদ্দাম হোসেন, যিনি ৫ই মার্চ থেকে পার্বতীপুরে দায়িত্ব পালন করছেন এবং বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা, বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি বাজেট অনুযায়ীই বিভিন্ন দিবস উদযাপন করেছি। চাঁদাবাজী কোনোভাবেই গ্রহণ করা হবে না এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
একাধিক ইট ভাটা মালিক ও সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদে বলা হয়েছে, ‘সদ্য যোগদানকৃত ইউএনও স্যারের নেতৃত্বে এবার কোন প্রতিষ্ঠানকেও চাঁদা দিতে হয়নি।’
এভাবে পার্বতীপুরে সরকারি ও স্বচ্ছ উদযাপনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।