আনহাজ হোসাইন হিমেল
বিশেষ প্রতিনিধি
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহতরা হলেন ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জেড আই রাসেল এবং যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় মিয়া।
স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র বিএনপির কর্মী রিয়াজ রহমানকে গ্রেফতার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। আহত হৃদয় মিয়াকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
প্রকাশিত এক ভিডিওতে রাসেল অভিযোগ করেন,
“জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা আমাকে আক্রমণ করেছে।” অন্যপক্ষের বক্তব্য ছিল, “আওয়ামী লীগের সন্ত্রাস যেভাবেই হোক মোকাবিলা করতে হবে।”
হৃদয় মিয়া জানান, বিক্ষোভ শেষে বাসায় ফেরার পথে এক যুবক তাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। তিনি প্রতিবাদ করলে যুবকটি অতর্কিতে তার মাথা, ঘাড় ও মুখে ঘুষি মারে। হৃদয় মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ দুজনকেই আটক করে। পরে এক পুলিশ কর্মকর্তা জানান, রিয়াজ প্রথমে আঘাত করেছে—তখন হৃদয়কে ছেড়ে দিয়ে হাসপাতালে পাঠানো হয়।
এদিন নিউইয়র্কে আরেক আওয়ামী নেতা বিএনপি সমর্থকদের হামলার শিকার হন। হঠাৎ সমাবেশের মাঝে ওই নেতা প্রবেশ করলে বিএনপি নেতাকর্মীরা চড়াও হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।