
মস্ত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা ও দুইটি গাড়ি জব্দ করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ এবং শায়েস্তাগঞ্জ সিপিসি-৩ ক্যাম্পের যৌথ অভিযানে আনন্দপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে নোয়াহ মাইক্রোবাস ও পিকআপ গাড়ি ফেলে পালানোর চেষ্টা করলে র্যাব ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। উদ্ধার হওয়া গাঁজা ও গ্রেপ্তারকৃতরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি কার্যকর রাখার অংশ হিসেবে এ ধরনের অভিযান চলমান থাকবে।