
ঝুমুরী আক্তার সন্ধ্যা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নাম ভাঙিয়ে ২০ হাজার টাকা আদায়ের অভিযোগে নোয়াব আলী সরদার (৪৭) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত নোয়াব আলী শিবচর পৌরসভার গুয়াতলা গ্রামের আরশেদ আলী সরদারের ছেলে এবং পৌরসভায় আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শামসুন্নাহার নামের এক নারী একটি সরকারি জমির বিষয়ে আদালতের রায় নিয়ে নামজারির জন্য কিছুদিন আগে শিবচর উপজেলা ভূমি অফিসে আবেদন করেন। তবে ওই রায়ের বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা থাকায় নামজারি সাময়িকভাবে স্থগিত রাখতে বলা হয়।
এ সুযোগে পরিচ্ছন্নতাকর্মী নোয়াব আলী আলাদাভাবে শামসুন্নাহারের সঙ্গে যোগাযোগ করে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং টাকা দিলে নামজারি করিয়ে দিতে পারবেন। তার কথায় আশ্বস্ত হয়ে শামসুন্নাহার ধাপে ধাপে তাকে ২০ হাজার টাকা দেন।
দীর্ঘ সময়েও নামজারি না হওয়ায় মঙ্গলবার শামসুন্নাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার কার্যালয়ে গিয়ে বিষয়টি জানালে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন তিনি। পরবর্তীতে শামসুন্নাহারকে দিয়ে ফোন করিয়ে আরও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নোয়াব আলীকে ভূমি অফিসে আসতে বলা হয়। এরপর ঘটনার সত্যতা পেয়ে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার বিকেলে নোয়াব আলীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন,
“ওই জমিটির বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা থাকায় আপাতত নামজারি স্থগিত রাখা হয়েছে। কিন্তু আমার নাম ভাঙিয়ে একজন পরিচ্ছন্নতাকর্মী প্রতারণার মাধ্যমে টাকা আদায় করেছেন। আইন অনুযায়ী তাকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”
সংশ্লিষ্ট কর্মকর্তা:
শাইখা সুলতানা
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
শিবচর, মাদারীপুর