কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি (টেকনাফ):
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর হরের চরে ভাসমান এক অজ্ঞাত লাশ উদ্ধারের পর সেটি শনাক্ত করেছেন রোহিঙ্গা যুবক মো. বশির আহমেদের (৩৪) স্ত্রী। নিহত বশির আহমেদ উখিয়া ক্যাম্প-১১, ব্লক ডি/১৫-এর রোহিঙ্গা শরণার্থী ছিলেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের চৌধুরীপাড়া নীলা এলাকার আনোয়ার প্রোজেক্টের পূর্ব পাশে নদীতে জেলেরা মাছ ধরার সময় লাশটি ভাসতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন।
পরে বিজিবির মাধ্যমে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের স্ত্রী জানান, প্রায় সাত থেকে আট দিন আগে বশির আহমেদ মাছ ধরতে বের হয়েছিলেন; এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নৌ-পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।