
স্টাফ রিপোর্টার: মোঃ সাগর
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা আব্দুল আজিজ আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা-এর কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ দুলাল সরকার, সাবেক মেয়র মশিউর রহমান বাবলুসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।