
স্টাফ রিপোর্টার: মোঃ সাগর
নাটোর সদর থানার এসআই (নিঃ) অপু কুমার ঘোষ ও এসআই (নিঃ) মোঃ নূরে আলম সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর থানাধীন ৪ নং লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় আব্দুল মালেক (৬০), পিতা-মৃত আঃ খালেক এর চাষকৃত পটলের ক্ষেত হতে একটি রোপনকৃত কাঁচা গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছের ওজন ১১ কেজি ৫০০ গ্রাম।
উক্ত গাঁজা গাছের মালিক আব্দুল মালেককে (৬০) গ্রেফতার করা হয়েছে। মামলার রুজু প্রক্রিয়া চলমান।
নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।