
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ রূপ নিয়েছে সহিংসতায়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টায় সিংড়া উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে চাইনিজ কুড়ালের আঘাতে বিএনপি নেতা আবু রায়হান (৪৫) গুরুতর আহত হয়েছেন।
আহত আবু রায়হান ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানিয়েছেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। অভিযোগ রয়েছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকরা পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালায়।
আহতকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ডাক্তার জানিয়েছেন, তাঁর দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ভেঙে গেছে এবং বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ প্রশাসনের প্রতি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। অপরদিকে, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু অভিযোগ অস্বীকার করেছেন।
সিংড়া থানার ওসি আসম আব্দুন নূর জানান, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের সহিংসতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সম্পাদকীয় মন্তব্য: নির্বাচন মানে মতের লড়াই, রক্তের নয়। দলীয় কোন্দলের নামে সহিংসতা শুধু রাজনীতিকেই প্রশ্নবিদ্ধ করে না, গণতন্ত্রের পথও ক্ষতিগ্রস্ত হয়।