নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রী কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। এই কমিটিতে কলেজ শাখার সভাপতি পদে নিযুক্ত হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা, মো. শাকিল হোসেন। তিনি বর্তমানে কলম ইউনিয়ন ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন।
শাকিল হোসেনের ছাত্রলীগের পদে থাকার প্যাডের একটি কপি সাংবাদিকদের হাতে এসেছে। এছাড়া, তার একটি ছবি, যেখানে তিনি আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিচ্ছেন, সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। এটি সিংড়া রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
এছাড়া, একই কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুনছের আলী, যিনি শেখ মুজিবের ছবি সম্বলিত একটি টি-শার্ট পরা ছবি ফেসবুকে পোস্ট করেছেন, যা ভাইরাল হয়েছে।
এ বিষয়ে মো. শাকিল হোসেন বলেন, "আমার এলাকার একজন ছাত্রলীগের নেতা ছিল, সে কমিটিতে আমার নাম দিয়েছিল। আমি এ বিষয়ে জানতাম না। বিগত সময়ে, এলাকার রাজনীতির কারণে ছাত্রলীগের একটি প্রোগ্রামে গিয়েছিলাম, এবং সেখানে একটি ছবিই এখন ভাইরাল হয়েছে। আমি এই বিষয়ে অস্বীকার করছি না, তবে আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, এটি আমাদের এলাকাবাসী জানে।"
নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম জানান, "কলম ডিগ্রী কলেজের বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে আংশিক জেনেছি, তবে আনুষ্ঠানিকভাবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমরা বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব।"