
স্টাফ রিপোর্টার মোঃ সাগর:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে “মা-বাবার দোয়া” নামে এক গোডাউন থেকে সাড়ে ১৩ টন গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গোডাউনে দীর্ঘদিন ধরে বড় আকারের কিছু বস্তা মজুদ ছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তারা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশিতে গোডাউন থেকে বিপুল পরিমাণ গুলির খোসা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় সাড়ে ১৩ টন।
পরে গোডাউন মালিককে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ক্যান্টনমেন্ট থেকে নিলামের মাধ্যমে প্রতি কেজি ৪০ টাকায় এসব গুলির খোসা বৈধভাবে ক্রয় করেছেন এবং ব্যবসায়িক কারণে মজুদ রেখেছেন।
এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়, কেউ কেউ ধারণা করেন এটি কোনো অবৈধ অস্ত্র ব্যবসার অংশ হতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সেনাবাহিনীর সদস্যরা জানান, উদ্ধারকৃত গুলির খোসাগুলোর উৎস, বৈধতা এবং সম্ভাব্য ব্যবহার যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের সহায়তায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি বর্তমানে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে।