নাজিরপুর প্রতিনিধি: নিত্যানন্দ হালদার
পিরোজপুর জেলার বৈঠাকাঠা থেকে নাজিরপুর পর্যন্ত সড়কটির বেহাল দশায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সড়কজুড়ে অসংখ্য গর্ত, খানাখন্দ আর ভাঙাচোরা জায়গা যেন প্রতিদিনই ঘটনার পূর্বাভাস দিচ্ছে। চলাচলের জন্য এটি এখন এক বিপজ্জনক ‘মৃত্যুফাঁদ’ হয়ে উঠেছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী মানুষ এবং কৃষিপণ্যবাহী যানবাহন চলাচল করে। তবে রাস্তাটির করুণ অবস্থার কারণে কোথাও কোথাও এমনকি মোটরসাইকেল, অটোরিকশা বা রিকশাও চলাচল করতে পারছে না।
স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, “প্রতিদিন কাজে যেতে গিয়ে কাদায় পা আটকে যায়। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়। তখন আর রাস্তা বলে কিছু বোঝার উপায় থাকে না।”
সড়কটির বেহাল দশা এলাকার ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলেছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক তাদের পণ্য বাজারে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।
এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে জীবনমানের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।