
নিত্যানন্দ হালদার
স্টাফ রিপোর্টার
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া বাজারে গত রবিবার (২৩ নভেম্বর ২০২৫) গভীর রাতে একটি ঔষধের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ২টার দিকে হঠাৎ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
দোকানের মালিক পল্লী চিকিৎসক সমির চন্দ্র হালদার জানান, আগুনে তাঁর দোকানের বিভিন্ন মূল্যবান ওষুধ, ফার্মেসির ফার্নিচার, ডকুমেন্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে তাঁর কমপক্ষে ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে চেষ্টার পরও দোকানটি রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।