
নিত্যানন্দ হালদার
স্টাফ রিপোর্টার
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাসের ধাক্কায় রতন মজুমদার (৫০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুর–ঢাকা মহাসড়কের শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা প্রায় ৬টার দিকে রতন মজুমদার ধান বিক্রি শেষে টমটমে করে নাজিরপুরের দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকাগামী সেবা গ্রীনলাইন পরিবহনের একটি বাস টমটমটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং কিছুক্ষণ পর তিনি মারা যান।
নিহত রতন মজুমদার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় টমটম চালক ছিলেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।