মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেলাল ফাউন্ডেশনের সৌজন্যে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা গেছে, আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার এলাইপুরে, "হেলাল ফাউন্ডেশন" দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প, গরীব রোগীদের বিনামূল্যে ঔষুধ প্রদান ও অর্থ সহায়তা এবং অসহায় এক পরিবারকে চাউল সহায়তা প্রদান করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জের সনামধন্য বিদ্যাপিট এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোঃ ইশাহাক আলী। রোগী চিকিৎসা করবেন BMDC রেজিষ্ট্রেশন প্রাপ্ত MBBS ডাক্তার। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত থাকবেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।