মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে হাওয়া বেগম (৩৮) ও আয়েশা খাতুন (২২) নামে মা ও মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ বুধবার ২৭ আগষ্ট উপজেলার নেজামপুর (মরাফেলা) গ্রামের ভ্যানচালক আলমগীরের স্ত্রী হাওয়া বেগম সকাল ৫টার সময় চার্জার ভ্যানের বিদ্যুৎ লাইন বন্ধ করতে গেলে, বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে যায়। এই অবস্থা দেখে মেয়ে আয়েশা খাতুন মাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নাচোল থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।