মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার আয়োজনে সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগষ্ট) উপজেলার বেগম মহসিন আলীম মাদ্রাসায় সকাল সাড়ে ৬টায় নাচোল পৌর শাখার আমীর ও পৌর মেয়র প্রার্থী মনিরুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারি।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ইয়াহ্ইয়া খালেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি ইব্রাহীম খলিল, উপজেলা সহ - সেক্রেটারি মাওলানা রইসুদ্দিন। এছাড়াও নাচোল পৌর শাখার নেত্রী ও কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সুধী ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।